Tuesday, January 15, 2013

সম্মানীত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। পর সংবাদ, বার্ষিক পরীার রেজাল্ট প্রকাশ হয়েছে. অফিস থেকে জেনে নিন সেই সাথে ২০১৩ সেশনের জন্য ভর্তি শেষে কাস আরম্ভ হয়েছে, আপনার সন্তানকে কাল বিলম্ব না করে অতিশিঘ্রই কাসে পাঠান। নতুন ভর্তি ফি. ৩০০/- এবং পুরাতন সেশন ফি ১০০ টাকা। বই উজ্জল বই ঘরে পাওয়া যাবে। সেই সাথে ক্যালেন্ডার-২০১৩ বের হয়েছে অফিসে অথবা এস.কে কম্পিউটারে এসে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করা হল। যে সমস্ত ছেলেমেয়েরা এখনো ড্রেস তৈরী করেনি তাদেরকে ড্রেস তৈরী করে নেওয়ার জন্য বলা হল। আইডি কার্ড এর কাজ চলছে প্রতিটি ছাত্র/ছাত্রীকে আইডি কার্ড সংগ্রহের জন্য ২৫/-টাকা ও ১কপি ছবি জমা দেওয়ার জন্য বলা হল. সিলেবাস তৈরী হয়েছে ১৫/২০ টাকার মাধ্যমে সিলেবাস সংগ্রহ করে নিবেন। ধন্যবাদ কর্তৃপ।

No comments:

Post a Comment